Posted at 14th- Sep- 2020 Time 01: 11 pm
Views 1527 times
২০০৮ -
প্রতিবার বাংলাদেশ এ আসলে আমি আমার বন্ধুদের নিয়ে আমাদের স্কুলে যাই , অন্য কেও না হোক, আমাদের প্রিয় স্কাউট স্যারের (মোঃ আবুল হোসাইন স্যার) সাথে দেখা করে আসি। এইবার আমার সঙ্গে ছিলো বন্ধু রোমিও, সজীব আর সম্রাট।
ছবিটা আমাদের স্কাউট ড্যান এ নেওয়া। আমাদের স্কাউট এর বড় ভাই হারুন ও ছিলেন তখন স্কুলে। হারুন ভাইয়ের সাথেও দেখা হয়ে যায়। স্যার এইবার স্কুল থেকে অবসর নিলেন। হারুন ভাই আমেরিকাতে থাকেন। স্কুলে গেলে স্যারের সাথে আর হয়তো দেখা হবেনা। স্কুলে আর যাওয়া হবে কিনা জানিনা। স্যারের সাথেই দেখা করতে যাওয়া হতো। পরিচিতো মুখ বলতে হারুন ভাই ও থাকতো।এখন আর হয়তো কাওকে পাবোনা।
পুরানো দিনগুলি খুব মনে পরে স্কুলের, স্কাউট জীবনের।